রবিবার, ১৮ সেপ্টেম্বর, ২০২২

শিল্প কারখানা, অন্যান্য বহুতল ও বাণিজ্যিক ভবনে বয়লার, জেনারেটর, বৈদ্যুতিক সবা-স্টেশন বা ট্রান্সফরমার স্থাপনের পূর্বে ও পরে করণীয়।

শিল্প কারখানা, অন্যান্য  বহুতল ও বাণিজ্যিক ভবনে বয়লার, জেনারেটর, বৈদ্যুতিক সবা-স্টেশন/ট্রান্সফরমার স্থাপনের পূর্বে ও পরে করণীয় সম্পর্কে নিম্নে ধারাবাহিকভাবে আলোচনা করা হলোঃ

বিএনবিসি এবং এ সংক্রান্ত প্রচলিত আইন ও বিধিমালার ব্যবস্থাদি অনুসরণে স্থাপন করিতে হইবে। সাবস্টেশন স্থাপন করিবার পূর্বে ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্স হইতে অনাপত্তি সনদ গ্রহণ করিতে হইবে। বয়লার, জেনারেটর, সাব-স্টেশন ইত্যাদি পরিচালনার জন্য দক্ষ জনবল নিয়োজিত করিতে হইবে। জেনারেটর, সাব-স্টেশন গ্রাউন্ড ফ্লোরে প্রিমিসেসে ভিতর আলাদা ভবনে আলাদা আলাদা কক্ষে স্থাপন করিতে হইবে। বয়লার রুমে ৪ ঘন্টা ফায়ার রেটেড (আরসিসি) দেয়াল ও আরসিসি ছাদ নির্মাণ করে তন্মধ্যে বয়লার স্থাপন করতে হবে। প্রবেশপথে ২ঘন্টা ফায়ার রেটেড দরজা স্থাপন করতে হবে। বয়লার রুম জরুরি নির্গমন পথের সন্নিকটে এবং জনসাধারণের চলাচল আচে এমন জায়গায় স্থাপন করা যাবে না; পাশাপাশি ২টি বয়লারের মাঝে ০২ ঘন্টা ফায়ার রেটেড সেপারেশন দেয়াল নির্মাণ করিতে হইবে। বয়লার রুমে বাতাস চলাচলের জন্য ভেন্টিলেশনের ব্যবস্থা রাখিতে হইবে।

তেলপূর্ণ ট্রান্সফরমার গ্রাউন্ড লেভেলের উপরে স্থঅপন করা যাইবে না। বৈদ্যুতিক সাব-স্টেশন, ট্রান্সফরমার  ও সুইচ গিয়ার কক্ষে ৪ ঘন্টা ফায়ার রেটেড ওয়াল ও ২ ঘন্টা ফায়ার রেটেড অটো এনক্লোজার ডোর স্থাপন করিতে হইবে। ট্রান্সফরমার ও সুইচ গিয়ার কক্ষ সম্পূর্ণ আলাদা হইবে এবং কক্ষ  দুইটি ২ ঘন্টা ফায়ার রেটেডি ওয়াল/ফায়ার ডোর দ্বারা পৃথক হইতে হইবে। সাব-স্টেশন কক্ষের নিরাপত্তার জন্য প্রয়োজনীয় সংখ্যক ভেল্টিলেটর এবং এক্সজস্ট ফ্যান স্থাপন করিতে হইবে এবং হাইটেনশন (এইচটি)- ক্যাবল ড্রেন শুকনো বালু দ্বারা ভর্তি করিতে এবং তাহার উপরে অগ্নিনিরোধক সামগ্রীর স্লাব বসাইতে হইবে।


এই আর্টিকেলটি যদি আপনাদের সামন্য উপকারে আসে তাহলে মন্তব্যের মাধ্যমে অবশ্যই আমাদের জানাবেন।

কোন মন্তব্য নেই:

একটি মন্তব্য পোস্ট করুন

Recent Post

Proposal for Sale of Commercial Lands- Sotterchaya