পৃষ্ঠাসমূহ

বৃহস্পতিবার, ২২ সেপ্টেম্বর, ২০২২

জেনে নিন মালদ্বীপ ভিসার জন্য যে সাইজের ছবি প্রয়োজন

আজকে আপনাদের সাথে আলোচনা করব মালদ্বীপ ভিসার ছবি সাইজ সম্পর্কে। তার আগে

মালদ্বীপ সম্পর্কে সংক্ষিপ্ত আকারে কিছু জানি। মালদ্বীপ ভারত মহাসাগরের একটি দ্বীপ রাষ্ট্র। রাষ্ট্রটি প্রজাতন্ত্র অর্থাৎ কতগুলো ছোট ছোট দ্বীপ নিয়ে গঠিত। দেশটি পর্যটনের জন্য বিখ্যাত হলেও বিশ্বের সবচেয়ে নিচু দেশ। রাজধানীর নাম মালে।

মালদ্বীপ ভিসার ফটো সাইজ:

(১) ছবির ফরম্যাটঃ ছবির উচ্চতা = 45.0 মিলিমিটার এবং প্রস্থ = 35.0 মিলি মিটার হবে। মুখমন্ডলের এরিয়া হবে 35.0 মিলি পর্যন্ত।

(২) ফোকাস এবং কনট্রাস্টঃ ছবি ভালো মানের ক্যামেরা দিয়ে তুলতে হবে। ছবি স্টুডিওতে তুলতে হবে। ছবি হতে হবে ঝকঝকে এবং পরিস্কার। স্টুডিওতে যেহেতু ছবি তুলবেন তাই অবশ্যই ল্যাব প্রিন্ট করবেন।

৩। আলোর প্রক্ষেপণ এবং সম্পাদনা (লাইটিং এবং এডিটিং): ছবি পর্যাপ্ত আলোতে তুলতে হবে। ছায়া, প্রতিসরণ এবং লাল চোখ তাকে এড়িয়ে যেতে হবে।

(৪) ছবির পিছনের রং এবং প্রাপ্ত (ব্যাকগ্রাউন্ড এন্ড বর্ডাস): ছবি অবশ্যই সাদা ব্যাকগ্রাউন্ট হতে হবে। ছবিতে একমাত্র আবেদনকৃত ব্যক্তিকেই দেখা যাবে। কোন ধরণের বর্ডার গ্রহণযোগ্য নয়। হালকা কোন রঙ্গের ছায়া না থাকবে না। কোন ধরণের এডিটিং বা গ্রাফিক্স গ্রহণযোগ্য নয়।

(৫) ছবির মান (ফটো কোয়ালিটি)ঃ ছবি অবশ্যই ভালো মানের পেপারে প্রিন্ট হতে হবে। ম্যাট পেপারে হলে ভালো হয়।ছবিও রেজ্যুলেশন হবে ৬০০ ডিপিআই।

(৬) মাথার অবস্থান ও চেহারার অঙ্গভঙ্গি (হেড পজিশন এবং ফেস একপ্রেশন): মাথা থাকবে সোজা, কাত বা হেলানো থাকবেনা। ছবি থাকবে স্বাভাবিক বা ন্যাচারাল।

(৭) চোখে চশমা পরিধান নিয়মঃ ছবি তোলার সময় অবশ্যই খেয়াল রাখবেন চোখে যেন সানগ্লাস (কালো ও কালার না থাকে), চমশা পরিধা এড়িয়ে যাওয়া ভালো।একান্ড প্রয়োজন হলে সাদা গ্লাসের নরমাল চশমা পরবেন।

(৮) মুখ ও মাথা ঢাকার নিয়ম (ফেস এন্ড হেড কভারিং): মাথায় স্কাপ, মুখে যেকোন ধরণের  মাস্ক, টুপি পরধান করবেন না। 

(৯) পোষাকঃ ছবির ব্যাকগ্রাউন্ড যেহেতু সাধা তাই সাদা পোষাক এড়িয়ে যেতে হবে। ভালো হয় যদি নীল বা অন্য যেকোন স্বাভাবিক রঙ্গের পোষাক পড়লে, পোষাক আপনার ‍রুচি অনুযায়ী পড়তে পারেন,সাধারণ ক্ষেত্রে সামরিক তথা- বিমান বাহিনী, নৌ বাহিনী কিংবা সেনা বাহিনীর পোষাক পরা ছবি গৃহীত হয়না। আর যদি ছবি তুলতেই হয় সেক্ষেত্রে প্রোটোকল মেনটেইন করতে হবে এবং ছবিতে ব্যাজ বা র‌্যাংকিং দেখা যাবেনা।

(১০)যেহেতু ভিসা আলাদা আলাদাভাবে ইস্যু করা হয় সেহেতু ছবি আলাদা আলাদা হওয়া বাঞ্চনীয়।অর্থাৎ একক ছবি হতে হবে। কোন প্রকার গ্রুপ ছবি বাঞ্চনীয় নয়।

(১১)ছবি অবশ্যই সাম্প্রাতিক কালের হতে হবে। তিন মাসের মধ্যে হওয়া বাঞ্চনীয়।

১২। শিশুদের ছবিঃ ৯ বছরের নিচে শিশুদের ক্ষেত্রে চেহারা প্রস্ফটিত থাকবে ৫০ থেকে ৮০ পাসেন্ট। এই পার্সেন্ট ধরা হবে নিচের প্রান্ত থেকে থুঁতনি ( From the bottom of the chin to the crown)

একনজরে (At a glance):

Height: 45.00mm
Weight: 35.00mm
Face area: 35.00mm

এই আর্টিকেলটি যদি আপনাদের সামন্য উপকারে আসে তাহলে মন্তব্যের মাধ্যমে অবশ্যই আমাদের জানাবেন।

কোন মন্তব্য নেই:

একটি মন্তব্য পোস্ট করুন