পৃষ্ঠাসমূহ

বুধবার, ২১ সেপ্টেম্বর, ২০২২

সরকারি সামসুর রহমান কলেজ সমাচার

শরীয়তপুর জেলার গোসাইরহাট উপজেলার ইদিলপুর ইউনিয়নে সরকারি সামসুর রহমান কলেজটি

অত্র অঞ্চলে শিক্ষার মান উন্নয়নে নিরলসভাবে কাজ করে আসছে। ১৯৪৪ সালে প্রতিষ্ঠার পর থেকে দরিদ্র অথচ মেধাবী ছাত্র-ছাত্রীদের লেখাপড়ার বিভিন্ন সুযোগ সুবিধা প্রদানের মাধ্যমে অন্যান্য ‍দৃষ্টান্ত স্থাপন করছে। গোসাইরহাট উপজেলার চরাঞ্চলের শিক্ষার্থীদের একটি আদর্শ বিদ্যাপীঠ হল সরকারী সামসুর রহমান কলেজ। আজকে এই কলেজ সম্পর্কে আলোচনা অবতারণ করলামঃ 


নামঃ সরকারী সামসুর রহমান কলেজ

পুরাতন নামঃ ইদিলপুর মহাবিদ্যালয়

প্রতিষ্ঠাতাঃ আলহাজ্ব শামসুর রহমান।

প্রতিষ্ঠাকালঃ ১৯৮৪

নতুন নামকরণঃ ১৯৯৩ সাল।

জাতীয় করণঃ ০৮/০৮/২০১৮ইং

ঠিকানাঃ ঠিকানাঃ ইদিলপুর, গোসাইরহাট, শরীয়তপুর।

ইআইআইএন: 113575, কোডঃ 6100

পাঠদান ও পাঠদান বিষয়ঃ

একাদশ শ্রেণিঃ মানবিক, বিজ্ঞান, ব্যবসায় শিক্ষা শাখা।

দ্বাদশ শ্রেণিঃ মানবিক, বিজ্ঞান, ব্যবসায় শিক্ষা শাখা।

ডিগ্রিঃ বিএ, বিএসএস বি.বি.এস বি.এস.সি

অনার্সঃ হিসাববিজ্ঞান, ব্যবস্থপনা, ইসলামের ইতিহাস সংস্কৃতি, রাষ্ট্রবিজ্ঞান, বাংলা, অর্থনীতি, সমাজবিজ্ঞান ইংরেজি

মাস্টার্সঃ হিসাববিজ্ঞান, ব্যবস্থাপনা, ইসলামের ইতিহাস সংস্কৃতি, রাষ্ট্রবিজ্ঞান বিষয়ে মাষ্টার্স প্রথম পর্ব শেষ পর্ব   (রেগুলার প্রাইভেট)।

অন্যান্যঃ (ক) ব্যবসায় ম্যানেজমেন্ট শাখা, বাংলাদেশ কারিগরি শিক্ষাবোর্ডের অধীন। (খ) এইচএসসি প্রোগ্রাম, উন্মুক্ত বিশ্ববিদ্যালয়ের।

 


ইতিহাসঃ সরকারি সামসুর রহমান কলেজ প্রতিষ্ঠায় যারা ভূমিকা রাখেনঃ মোহাম্মদ মহিউদ্দিন আহমেদ, উপজেলা নিবার্হী অফিসার, গোসাইরহাট, শরীয়তপুর।তিনি কলেজ প্রতিষ্ঠায় অনুপ্রেরণা দান করেন। আর কলেজে প্রতিষ্ঠায় যারা সক্রিয় অংশ গ্রহণ করেন তারা হলেন-১। জনাব জসিম উদ্দিন দেওয়ান, ২। জানাব ডাঃ এ.এস কামাল উদ্দীন আহমেদ , ৩। জনাব মোঃ আজহার উদ্দীন হাওলাদার, ৪। জনাব শামসুদ্দিন আহমেদ শিকারী(শামসু মাস্টার) ৫। এম,এম, আলী আহমেদ, ৬। এ্যাডভোকেট জনাব আবুল কাশেম বেপারী, ৭। জনাব আব্দুল গণি সরদার, জনাম শামসুর রহমান (শাহজাদা মিয়া, ৮। জনাব সাহেদ পারভেজ আব্বাস, ৯। জনাব বিএম আব্দুল খালেক ও অন্যান্যরা। মহাবিদ্যালয়টি প্রতিষ্ঠার পর থেকে দানশীল ব্যক্তিবর্গের অনুদানে কোনরকমে কার্যক্রম চালাতে থাকে। এমতাবস্থায় আর্থিক সংস্থাপনের অভাবে ছাত্র—ছাত্রীর সংখ্যা অনেক কমে যায়। শিক্ষক—কর্মচারীদের বেতন প্রায় ৩ বছর বকেয়া থাকে। এতে করে প্রতিষ্ঠানটি বন্ধ হওয়ার উপক্রম হয়। ফলশ্রুতিতে, বিগত ২৩/০৮/১৯৯২ ইং তারিখের জনাব বি.এম. আবদুল খালেক এর সভাপতিত্বে কলেজ গর্ভনিং বডির একটি সভা অনুষ্ঠিত হয়। উক্ত সভায় জনাব সাহেদ পারভেজ আব্বাস (গর্ভনিং বডির সদস্য) প্রস্তাব করেন যে, “যদি কোন দানশীল ব্যক্তি তার নামে কলেজের নামকরণ করতে চান তাহলে বিধি মোতাবেক অর্থ প্রদান করলে উক্ত দাতার নামে কলেজের নামকরণ করে আর্থিক সমস্যার সমাধান করা যেতে পারে”। এরই ধারাবাহিকতায় কলেজ গর্ভনিং বডির আরেকটি সভা বিগত ০৭/১২/১৯৯২ ইং তারিখের উপজেলা নির্বাহী অফিসার জনাম মোল্লা তবিবুর রহমান সাহেবের উপস্থিতিতে বাবু জিতেন্দ্র চন্দ্র দে এর সভাপতিত্বে অনুষ্ঠিত হয়। উক্ত সিদ্ধান্ত অনুমোদিত হয় এবং পুনরায় আর্থিক সমস্যা সমাধানের লক্ষ্যে দানশীল ব্যক্তির নামে কলেজের নামকরণের সিদ্ধান্ত হয়। সিদ্ধান্ত নং—৪। এরই ধারাবাহিকতায় নাম পরিবর্তনের গতগুলো গর্ভনিং বডির সভা অনুষ্ঠিত হয়। পরিবর্তনের সিদ্ধান্ত স্মারক নং— ইম ১০৭(১)৯৩ তাং ১৮/০৮/১৯৯৩ এর মাধ্যমে বিশিষ্ট শিল্পপতি, সমাজসেবক আলহাজ¦ শামসুর রহমান (শাহজাদা মিয়া সরকারি বিধি মোতাবেক এককালীন ১৫,০০,০০০/— (পনের লাখ) টাকার চেক হস্তান্তরের মাধ্যমে কলেজটি নিজের নামে নামকরণ করেন গণপ্রজতন্ত্রী বাংলাদেশ সরকারের শিক্ষা মন্ত্রণালয়ের স্মারক নং শা ৯৫ এ—২/৯০/৫৩৮/১(৭) শিক্ষা, তারিখ: ২৮/০৬/১৯৯৪ ইং এর মাধ্যমে।

 

সামসুর রহমান, প্রতিষ্ঠাতা- সরকারী সামসুর রহমান কলেজ


সরকারীকরণঃ ২৮ জুন ২০১৬ খ্রি: তারিখে স্মারক নং ০৩.০০১.০০০.০০.০০.০১.২০১৬—৩২ এর মাধ্যমে শামসুর রহমান কলেজ, গোসাইরহাট, শরীয়তপুরকে  সরকারিকরণের প্রক্রিয়া শুরু হয়। কলেজটি জাতীয়করণের লক্ষ্যে— শিক্ষা মন্ত্রণালয়ের স্মারক নং ৩৭.০০.০০০০.০৭০.০২.০৪৪.২০১৬—৭২৩, তারিখঃ ৩০ জুন ২০১৬ খ্রি:, মাউশি অধিদপ্তরের স্মারক নং ৭এ/০৯/সি—২/২০১৩/৫৬৩৯ (ক)/৫, তারিখ ঃ ৩০/০৬/২০১৬ খ্রি:, মাউশি অধিদপ্তর ঢাকা অঞ্চল স্মারক নং ৩৭.০২.০০০০.১০৩.৪৩.০৫০.২০১৬—৫৭৮৬ তারিখ ঃ ঃ ১১ আগস্ট ২০১৬ খ্রি:, মাউশি/ঢাঅ—১১৯/জাতীয়/পরিঃ/কলেজ/২০১৬/১৩৭৯—এ , তারিখঃ ১৮/০৮/২০১৬ খ্রি:, এর প্রেক্ষিতে গত ২১/০৮/২০১৬ খ্রিঃ তারিখে মাউশি কর্মকর্তাগণ পরিদর্শনে আসেন। শিক্ষা মন্ত্রনালয়ের স্মারক নং ০৫.৩০.৮৬৩৬.০০০.২৫.০০১.১৭(যাবতীয় স্থাবর—অস্থাবর সম্পত্তি গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের সচিব, মাধ্যমিক ও উচ্চশিক্ষা বিভাগ, শিক্ষা মন্ত্রণালয়, গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকার এর অনুকূলে দানপত্র রেজিস্ট্রি)।  বিগত ২৩/০৫/২০১৭ ইং তারিখে অনুষ্ঠিত কলেজ গভর্ণিং বডি সভার (১০২ নং সভার) ০২ সিদ্ধান্ত।

 

একাডেমিক ভবনঃ  চারতলা বিশিষ্ট আইসিটি ভবন, বিজ্ঞান ভবন, অডিটোরিয়াম কাম ক্লাস রুম, খলিলুর রহমান অনার্স ভবন, কলেজ ক্যান্টিন, ছাত্রাবাস, শিক্ষক ডরমেটরি, নয়নাভিরাম মসজিদ এবং শহীদ মিনার

 

বর্তমান অবস্থাঃ বর্তমানে সরকারি সামসুর রহমান কলেজটি গোসাইরহাট উপজেলা সহ শরীয়তপুরে শিক্ষা ব্যবস্থায় বিশাল অবদান রেখে যাচ্ছে। গোসাইরহাট উপজেলার চরাঞ্চলের ছাত্র-ছাত্রীদের ভরসা ও আদর্শ বিদ্যাপীঠ হলো সরকারি সামসুর রহমান কলেজ।

 

যোগাযোগঃ ইদিলপুর, গোসাইরহাট, শরীয়তপুর।

ফোনঃ 01309113575, 01716915040

ই-মেইলঃ srcollege.ghat@gmail.com

ওয়েবঃ www.gsrc.edu.bd

ইউটিউবঃ Govt. Shamsur Rahman College Online Classes

গুগল ম্যাপ: 3CCJ+VG6, 4252

ফেসবুকঃ https://www.facebook.com/Gosairhat.College/


তথ্যসূত্রঃ http://gsrc.edu.bd/, গুগল ম্যাপ ও অন্যান্য।


এই আর্টিকেলটি যদি আপনাদের সামন্য উপকারে আসে তাহলে মন্তব্যের মাধ্যমে অবশ্যই আমাদের জানাবেন।

কোন মন্তব্য নেই:

একটি মন্তব্য পোস্ট করুন