বুধবার, ১৭ মে, ২০২৩

কোরাম কাকে বলে? জাতীয় সংসদের কোরাম এবং পাবলিক ও প্রাইভেট কোম্পানির সভা পরিচালনার জন্য কোরাম গঠনের নিয়ম আলোচনা কর।

কোরাম

নিম্নে কোরাম কাকে বলে, জাতীয় সংসদের কোরাম এবং পাবলিক ও প্রাইভেট কোম্পানির সভা পরিচালনার জন্য কোরাম গঠনের নিয়ম আলোচনা করা হলো-

কোরামঃ কোরাম বলতে বুঝায় একটি বৈধ সভার শুরু হতে শেষ পর্যন্ত  ভোটদানের অধিকারী সদস্যের একটি নূন্যতম সংখ্যাগরিষ্ঠ দল
বা প্রতিনিধি উপস্থিত থাকা এবং নূন্যতম এই সংখ্যা সংগঠনের  আইন  নিয়ম দ্বারা পূর্বেই নির্ধারিত করে দেয়া। 

জাতীয় সংসদে কোরাম পূর্ণ  করতে নূণ্যতম ৬০ (ষাট) জন সদস্যের প্রয়োজন হয়। ৬০ জনের কম হলে কোরাম পূর্ণ হবেনা। জাতীয় সংসদের কোরাম গঠনের জন্য সংবিধানের ৭৫ অনুচ্ছেদে যা বলা হয়েছে; 

কার্যপ্রণালী-বিধি, কোরাম প্রভৃতি

”৭৫। (১) এই সংবিধান-সাপেক্ষে

 (ক) সংসদ কর্তৃক প্রণীত কার্যপ্রণালী-বিধি-দ্বারা এবং অনুরূপ বিধি প্রণীত না হওয়া পর্যন্ত রাষ্ট্রপতি কর্তৃক প্রণীত কার্যপ্রণালী-বিধি-দ্বারা সংসদের কার্যপ্রণালী নিয়ন্ত্রিত হইবে;

 (খ) উপস্থিত ও ভোটদানকারী সদস্যদের সংখ্যাগরিষ্ঠ ভোটে সংসদে সিদ্ধান্ত গৃহীত হইবে, তবে সমসংখ্যক ভোটের ক্ষেত্র ব্যতীত সভাপতি ভোটদান করিবেন না এবং অনুরূপ ক্ষেত্রে তিনি নির্ণায়ক ভোট প্রদান করিবেন;

 (গ) সংসদের কোন সদস্যপদ শূন্য রহিয়াছে, কেবল এই কারণে কিংবা সংসদে উপস্থিত হইবার বা ভোটদানের বা অন্য কোন উপায়ে কার্যধারায় অংশগ্রহণের অধিকার না থাকা সত্ত্বেও কোন ব্যক্তি অনুরূপ কার্য করিয়াছেন, কেবল এই কারণে সংসদের কোন কার্যধারা অবৈধ হইবে না।

 (২) সংসদের বৈঠক চলাকালে কোন সময়ে উপস্থিত সদস্য-সংখ্যা ষাটের কম বলিয়া যদি সভাপতির দৃষ্টি আকর্ষণ করা হয়, তাহা হইলে তিনি অন্যূন ষাট জন সদস্য উপস্থিত না হওয়া পর্যন্ত বৈঠক স্থগিত রাখিবেন কিংবা মুলতবী করিবেন।”-

পাবলিক ও প্রাইভেট কোম্পানির সভা পরিচালনার জন্য কোরাম গঠনের নিয়মঃ নিম্নে পাবলিক ও প্রাইভেট কোম্পানির জন্য কোরাম গঠনের নিয়ম দেয়া হলো। এই নিয়ম সম্পর্কে সেক্রেটারিয়াল স্টান্ডার্ড এ বলা হয়েছে-

“১। একটি বৈধ সভার কোরাম পরিচালনার জন্য শুরুতে এবং জুড়ে উপস্থিত থাকতে হবে
সভা.

২। একটি পাবলিক কোম্পানীর ক্ষেত্রে ন্যূনতম পাঁচজন সদস্য ব্যক্তিগতভাবে উপস্থিত এবং ভোট দেওয়ার অধিকারী এবং একটি প্রাইভেট কোম্পানীর ক্ষেত্রে, দুইজন সদস্য ব্যক্তিগতভাবে উপস্থিত এবং ভোট দেওয়ার অধিকারী, একটি বৈধ সাধারণ সভার জন্য কোরাম গঠন করবে।

৩। যেখানে প্রবন্ধে কোরামের জন্য আরও কঠোর প্রয়োজনীয়তা নির্ধারণ করা হয়েছে সেখানে কোরাম এই ধরনের প্রয়োজনীয়তাগুলি মেনে চলবে।

৪। ব্যক্তিগতভাবে উপস্থিত কমপক্ষে দুই ব্যক্তিকে নিয়ে একটি সভা গঠন করতে হবে। একটি পাবলিক কোম্পানির ক্ষেত্রে পাঁচজন সদস্যের কোরামের প্রয়োজনীয়তা পূরণ করা হবে যেখানে পাঁচটি সংস্থা কর্পোরেটের একজন অনুমোদিত প্রতিনিধি হিসাবে কাজ করা একজন ব্যক্তি এবং অন্য একজন সদস্য ব্যক্তিগতভাবে উপস্থিত থাকবেন। তবে, ব্যক্তিগতভাবে অন্য কোনো সদস্য উপস্থিত না থাকলে কোরামের শর্ত পূরণ হবে না।

৫। সাধারণ সভায় যেহেতু সদস্যদের কোরাম গঠনের জন্য ব্যক্তিগতভাবে উপস্থিত থাকতে হবে, তাই কোরাম নির্ধারণের জন্য প্রক্সিদের বাদ দিতে হবে। যাইহোক, একটি বডি কর্পোরেটের যথাযথভাবে অনুমোদিত প্রতিনিধিকে ব্যক্তিগতভাবে উপস্থিত একজন সদস্য হিসাবে গণ্য করা হয় এবং ব্যক্তিগতভাবে উপস্থিত সদস্যের সমস্ত অধিকার উপভোগ করেন।”

কোন মন্তব্য নেই:

একটি মন্তব্য পোস্ট করুন

Recent Post

Proposal for Sale of Commercial Lands- Sotterchaya